WELCOME TO MY BLOG "সনাতন বৈদিক ধর্ম" AND SEE SOMETHING NEW

Monday, August 23, 2021

মহর্ষি দয়ানন্দ সরস্বতী ( সংক্ষিপ্ত জীবনী )


                    - : মহর্ষি দয়ানন্দ সরস্বতী : -


🔘 জন্ম : -

গুজরাটের কাঠিয়াবাড় প্রদেশের মােভী রাজ্যের টংকারা নামক গ্রামে শ্রী কনজি তেওয়ারির ঘরে ১৮২৪ খ্রীঃ এক পুত্র জন্ম গ্রহণ করে । তাহার নাম রাখা হয় মূলশঙ্কর । এই পুত্ৰ গৃহত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়া স্বামী দয়ানন্দ সরস্বতী নামে বিখ্যাত হন ।

🔘 বাল্যশিক্ষা -

মাত্র ১৪ বৎসর বয়সে প্রথম ব্যাকারণ শব্দাবলীর অভ্যাস করিয়া সমস্ত যজুৰ্বেদ এবং অন্যান্য বেদের কিছু কিছু অংশ কণ্ঠস্থ করেন ।

🔘 গৃহত্যাগ - 

১৮৪৬ খ্রীঃ প্রকৃত শিবের সন্ধান করিতে এবং মৃত্যুঞ্জয়ী হইবার উদ্দেশ্য লইয়া তিনি গৃহত্যাগ করেন।

🔘 সন্ন্যাসাশ্রমে দীক্ষা - 

১৮৪৮ খ্রীঃ স্বামী পূর্ণানন্দ সরস্বতীর নিকট সন্ন্যাস দীক্ষা লইয়া দয়ানন্দ সরস্বতী নাম গ্রহণ করেন । জ্বালানন্দ পুরী ও শিবানন্দ গিরির নিকট যোগ বিদ্যায় দীক্ষিত হন । যোগবিদ্যা শিক্ষা ও শাস্ত্রাধ্যয়ণের তীব্র আকাঙ্খ লইয়া তিনি ভারতবর্ষের গভীর অরণ্যে , অলােকনন্দার হিমাচ্ছাদিত তটভূমির শীতাধিক্য হিমালয়ের দুর্গম , হিমাবৃত , পর্বতশিখরের দুরারােহ মার্গের দুর্বিসহ ক্লেশ , বন - জঙ্গলের কন্টকাকীর্ণ পথে ক্ষত-বিক্ষত , পাদ-হস্ততল নির্গত রুধির ধারা , শ্রান্তি-ক্লান্তি , ক্ষুধা-তৃষ্ণা , প্রলােভনাদিকে তুচ্ছ মনে করিয়া নানা স্থানে ভ্রমণ করিতে করিতে মথুরায় উপস্থিত হইলেন ।

🔘 শিক্ষা -

মথুরায় ১৮৬০ থেকে ১৮৬২ খ্রীঃ পর্যন্ত গুরু স্বামী বিরজানন্দের নিকট হইতে অষ্টাধ্যায়ী , মহাভাষ্য , নিরুক্ত নিঘন্টু আদি আর্য গ্রন্থের মাত্র ৩ বৎসর যাবৎ গহন অধ্যয়ন সমাপ্ত করিয়া গুরুদক্ষিণা প্রদান করেন এবং ভারতবর্ষের মধ্যে ব্যাপৃত অবৈদিক অজ্ঞান অন্ধকার , অন্ধবিশ্বাস , কুসংস্কার , অবিদ্যাদিকে বিদূরিত করিয়া বৈদিক ধর্মের বিজয় পতাকা উড়াইলেন ।

🔘 হরিদ্বারে কুম্ভ মেলা -

তিনি ধর্মের নামে ভন্ডামি , অজ্ঞানান্ধ-বিশ্বাসাদি বিনাশ হেতু "পাখন্ড-খণ্ডিনি পতাকা" ১৮৬৮ খ্রীঃ তথায় স্থাপন করিলেন । মূর্তিপূজা , অবতারবাদ , ভগবত , তীর্থ , তিলকছাপ , কী ইত্যাদির প্রবল খণ্ডন করিলেন 

🔘 কাশী শাস্ত্রবিচার 

১৮৬৯ খ্রীঃ একাধারে কাশী নরেশ এবং কাশীনগরীর প্রখ্যাতনামা ২৭ জন ধুরন্ধর পণ্ডিত , অপরদিকে কেবল কৌপিনধারী , নিঃসঙ্গ দয়ানন্দ সকল বিদ্বানদের উপর প্রভাব বিস্তার করেন ।

🔘 কলিকাতা আগমন - 

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে ১৮৭২ খ্রীঃ ডিসেম্বর মহর্ষি দয়ানন্দ কলিকাতায় আগমন করেন । প্রায় মাস যাবৎ বঙ্গে কেশব চন্দ্র sen , ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর , রাজ নারায়ণ বসু , বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় , হেমচন্দ্র চক্রবর্তী ইত্যাদি মনীষীদের সহিত শাস্ত্র আলোচনা করিয়া বঙ্গদেশ হইতে প্রস্থান করেন এবং উত্তর ভারতের দিকে অগ্রসর হন ।

🔘 আর্য সমাজের স্থাপনা -

১০ ই এপ্রিল ১৮৭৫ খ্রীঃ বোম্বাই শহরে স্বামীজি আর্য সমাজের স্থাপনা করেন যার একমাত্র উদ্দেশ্য বেদ ও বেদোক্ত ধর্মের প্রচার করা ।

🔘 দেহত্যাগ -

১৮৮৩ খ্রীঃ এক গভীর ষড়যন্ত্রে স্বামীজিকে বিষ প্রয়ােগ করা হয় ; যার ফলে কার্তিক মাসের অমাবস্যা আজমীরে দীপাবলীর দিন স্বামীজি দেহত্যাগ দেহত্যাগ করেন ।


No comments:

Post a Comment