WELCOME TO MY BLOG "সনাতন বৈদিক ধর্ম" AND SEE SOMETHING NEW

Thursday, July 30, 2020

বিদ্রোহী নারী নাঙ্গেলি



সমাজের জঘন্য কালো দিক আর সেই 
প্রেক্ষাপটে এক সাহসী মেয়ের লড়াইয়ের গল্প 
"মুলাকরম-The Brest Tax"



দক্ষিন ভারতে এমনই ঘৃণ্য প্রথা ছিল ঊনিশ শতকে ৷ 
যেখানে নিম্ন বর্ণের হিন্দু মহিলাদের অধিকার ছিল না বক্ষ আবরণী ব্যবহার করার ৷ মহিলাদের স্তন ঢেকে রাখতে গেলে স্তনের ওজন ও আকার অনুযায়ী দিতে হত "স্তন কর" বা "Brest Tax" ৷ স্থানীয় ভাষায় "মুলাকরম" ৷ সমাজের জঘন্য , কালো দিক আর সেই প্রেক্ষাপটে এক সাহসী মেয়ের লড়াইয়ের গল্প "মুলাকরম-The Brest Tax"



সে সময় হিন্দু ব্রাহ্মণ সমাজ নিয়ম করেছিল , নিম্ন বর্ণের মহিলারা বুকের উপর কোনও কাপড় পরিধান করতে পারবেন না ৷ এটা নাকি  তাঁদের ধর্ম বিরুদ্ধ ৷ যদি কেউ স্তন ঢাকার চেষ্টা করেন তবে তাঁকে "স্তন কর" দিতে হবে ৷ ঊনিশ শতকের প্রথমার্ধের এই নিয়ম দক্ষিন ভারতের একটি অঞ্চলে চালু ছিল ৷ সেই কর আদায় হতো মহিলাদের স্তনের আকার ও ওজনের উপর ভিত্তি করে ৷ করের টাকা স্থানীয় উচ্চ বর্ণের ব্রাহ্মণরা ভাগ করতেন ৷ তবে সিংহভাগ টাকাই যেত পদ্মনাভ মন্দিরের প্রধান পুরোহিতের কাছে ৷



"মুলাকরম" ছবিতে সেই মেয়ের কথা বলা হয়েছে , যাঁর বলিদানে পিছু হঠতে বাধ্য হয়েছিল উচ্চবর্ণের জুলুম ৷ তাঁর নাম "নাঙ্গেলি" ৷



 সামাজিক এই কু-প্রথার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি ৷ 
কেটে ফেলেছিলেন নিজের স্তন দু’টি ৷ 



ঊনিশ শতকের প্রথম দিকে ভারতের ট্রাভানকোর রাজ্যের চেরথালায় বাস করতেন নাঙ্গেলি ৷ নিম্ন-হিন্দু ধর্মের এজহাভা গোত্রের ছিলেন তিনি । তাঁর স্বামীর নাম ছিল "চিরুকান্দার" । 



চাষাবাদ করে আর গৃহস্থলীর কাজ করে 
জীবন নির্বাহ করতেন তাঁরা 


কিন্তু সমাজের এই প্রথা মানতে রাজি হননি নাঙ্গেলি  ৷ 
কাপড়ে স্তন ঢেকে উচ্চবর্ণের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে ৷ তবে নাঙ্গেলির এই লড়াইয়ে সবসময় তাঁর পাশে ছিলেন তাঁর স্বামী ৷


তবে নাঙ্গেলি আর চিরুকান্দান "স্তন কর" দিতে পারেননি ৷ তার পরিবর্তে নিজের বক্ষযুগলই কেটে ফেলেছিলেন তেজস্বী ওই মেয়ে ৷ 



স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে জ্বলন্ত চিতায় নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ছিলেন চিরুকান্দানও ৷ সম্ভবত সেটাই ভারতের প্রথম পুরুষের "সতীদাহ"



তবে কালের অতলে হারিয়ে গিয়েছে 
নাঙ্গেলি আর চিরুকান্দানের নাম


দেখুন সম্পূর্ণ মুলাকরম ফিল্মটি

No comments:

Post a Comment