WELCOME TO MY BLOG "সনাতন বৈদিক ধর্ম" AND SEE SOMETHING NEW

Thursday, June 25, 2020

জাকির নায়েকের যুক্তি অনুযায়ী মুহম্মদ কল্কি অবতার

জাকির নায়েক নবীকে হিন্দুদের অবতার বানানোর চেষ্টা করলেন
মানে তিনি হিন্দুদের অবতারবাদে বিশ্বাস করলেন, মানে তিনি কূর্ম অবতার, বুদ্ধ অবতার, বরাহ অবতার প্রভৃতিকে মেনে নিলেন, কারণ এগুলো অবতারের পরেই না কল্কি অবতারের আগমন। অবতারবাদকে মেনে নিলেন বিধায়
তিনি ভাগবত গীতায় বিশ্বাস করলেন। ভাগবতগীতায় বিশ্বাস করলেন বিধায় তিনি জন্মান্তরবাদকেও মেনে নিলেন, কারণ ভাগবত গীতায়:-- “অবতারবাদ” এবং “জন্মান্তরবাদ” সমান গুরুত্ব পেয়েছে। জাকির নায়েক তাহলে জন্মান্তরবাদেও বিশ্বাস করে
ফেললেন! ইসলাম বিরোধী এইসব কাজ করে ইসলামের সম্মান
কি তিনি বৃদ্ধি করলেন? আর তাকে নিয়েই ওনার ভক্তদের কি উল্লাস!!
প্রশ্ন হচ্ছে:----
ক) সনাতন ধর্মে কোনো অবতার মত প্রকাশের
স্বাধীনতা হরণ করেছেন?
খ) নাস্তিককে কতল করার নির্দেষ সনাতন ধর্মের
কোনো অবতার
দিয়েছেন?
গ) সনাতন ধর্ম ত্যাগ করলে হত্যার বিধান কোনো
অবতার দিয়েছেন?
সর্বোপরি, সনাতন ধর্ম অনুযায়ী দশটি প্রধান অবতার
হচ্ছে স্বয়ং ভগবানের অবতার। তার মানে দশ
অবতারের শেষ অবতার কল্কি অবতাররুপে স্বয়ং
ভগবান অবতরণ
করবেন পৃথিবীতে। কোন সাহসে জাকির নায়েক
মুহম্মদকে কল্কি অবতার বানিয়ে দিলেন? কারণ অন্য
অবতারের মত কল্কি অবতারও স্বয়ং ভগবান, তিনি
কোনো বার্তা বাহক নন।
তাহলে জাকির নায়েকের
যুক্তি অনুযায়ী মুহম্মদ কল্কি অবতার
হলে মুহম্মদই স্বয়ং স্রষ্টা হয়ে যাচ্ছে!!! জাকির
নায়েকের এই
স্পর্ধাকে মুসলিমরা কেমনে ক্ষমা করে দিল?

1 comment:

  1. জাকির নায়েক একবার বলে দেখুক না যে হজরত মহম্মদ খ্রিস্টান ধর্মের প্রবর্তক! ওসামা বিন লাদেনের মতো পরিণতি হবে জাকির নায়েকের।

    ReplyDelete