WELCOME TO MY BLOG "সনাতন বৈদিক ধর্ম" AND SEE SOMETHING NEW

Thursday, June 18, 2020

পবিত্র বেদ অনুসারে ঈশ্বর কে ?

ঈশ্বর কে ? 
_______________

🔥 "ঈশ্বর হলেন তিনি যিনি বিশ্বজগতের স্রষ্টা"

👉ঋগ্বেদ - ৩|৬৩|১০ মন্ত্র.........................................................✍️


🔥 "ঈশ্বর হলেন তিনি যাহাতে সর্ব জগত আশ্রয় করে আছে"

👉ঋগ্বেদ - ৩২|৮ মন্ত্র................................................................✍️


🔥 ঈশ্বর হলেন তিনি যিনি সকলের মোক্ষ দাতা

👉ঋগ্বেদ - ১|৭২|১ মন্ত্র...........................................................✍️

🔥 ঈশ্বর হলেন তিনি যিনি এক এবং অদ্বিতীয়

👉 অথর্ব্ববেদ - ১৩|৪|২ মন্ত্র....................................................✍️


🔥 ঈশ্বর হলেন তিনিই যাহার নিয়মে বিশ্বসংসার চলে

👉 ঋগ্বেদ - ১|২২|১৯ মন্ত্র........................................................✍️

🔥 ঈশ্বর তিনিই যিনি পবিত্র বেদের উৎপাদক

 👉 যজুর্ব্বেদ - ৩৩|৩১ মন্ত্র.......................................................✍️

"ইন্দ্রং মিত্রং বরুণ মগ্নি মাহু, রথো দিব্যঃ স সুপর্ণো গরুত্মান
 একং সদ্বিপ্রা বহুধা বদন্ত্যগ্নিং যমং মাতরিশ্বানমাহুঃ"

👉ঋগ্বেদ - ১|১৬৪|৪৬ মন্ত্র......................................................✍️

অনুবাদ : এক সত্তা পরব্রহ্মকে জ্ঞানীরা ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য, সুপর্ণ, গরুৎমান, যম, মাতরিশ্বা আদি বহু নামে অভিহিত করেন ।

"ন দ্বিতীয়া ন তৃতীয় শ্চতুর্থ না পু্চ্যতে
 ন পঞ্চমো ন ষষ্ঠ ন সপ্তমো না পুচ্যতে
 নাষ্টমো ন নবমো দশমো না পুচ্যতে
 য এতং দেবমেক বৃতং দেব"

👉অথর্ব্ববেদ - ১৩|৪|২ মন্ত্র....................................................✍️

অনুবাদ : পরমাত্মা এক, তিনি ছাড়া কেহই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ট সপ্তম অষ্টম নবম বা দশম ঈশ্বর বলিয়া অবিহিত নহে ।

"য এক তমু ষ্টুহি কৃষ্ঠীনাং বিচর্যণি। পতি যজ্ঞে বিষক্রতু"

👉ঋগ্বেদ - ৬|৪৫|১৬ মন্ত্র........................................................✍️

অনুবাদ : যিনি এক অদ্বিতীয়া, যিনি মনুষ্যদের সর্ব্বদ্রষ্টা, যিনি সর্বশক্তিমান ও পালক একমাত্র তাহার উপাসনা কর ।

"ওঁ খং ব্রহ্ম"

👉যজুর্ব্বেদ - ৪০|১৭ মন্ত্র........................................................✍️

ওঁ -ই ঈশ্বর । 


                                             🙏 নমস্কার 🙏

No comments:

Post a Comment